#কলকাতায় গভীর রাতে বন্ধ বেকারিতে আগুন।
শনিবার গভীর রাতে বন্ধ বেকারিতে আগুন। ঘটনাটি ঘটেছে কলকাতার চারু মার্কেট এলাকায়। স্থানীয় বাসিন্দারা আচমকা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘিঞ্জি এলাকা, আশেপাশে আরও গুদাম ও বেকারি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে খবর, আগুন লাগে ভোর তিনটে নাগাদ। সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে বেকারি। দমকলের পাঁচটি ইঞ্জিন টানা দু’ঘণ্টার চেষ্টায় কোনও ক্রমে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে, কারখানা গত ২ বছর ধরে বন্ধ ছিল, তবে বন্ধ বেকারিতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।