করনদিঘীঃ রসাখোয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ ; পাশাপাশি গুরুতর আহত হন ১।।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়ার নিতাইগঞ্জে গতকাল রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক যুবকের এবং পাশাপাশি গুরুতর আহত হন অপর এক যুবক।।
স্থানীয় সূত্রে জানা যায় রসাখোয়া থেকে সোলপাড়ার উদ্দেশ্যে গতকাল রাত বারোটা নাগাদ বাইকে করে যাচ্ছিল সেই দুজন ব্যক্তি। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। রসাখোয়া থেকে সোলপাড়ার বেহাল রাস্তা মেরামতের কাজ চলছে। তাই বিভিন্ন জায়গায় ডাইভারশন বোর্ড বসানো রয়েছে। কিন্তু রাতের অন্ধকারে তা না দেখেই বাইক নিয়ে সোজা চলতে থাকলে ভাঙা রাস্তায় পড়ে গিয়ে এই দুর্ঘটনা হয়।।
সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘী থানার পুলিশ। পুলিশ পৌঁছে একজনকে রসাখোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও অপর ব্যক্তিকে করনদিঘী হাসপাতালে নিয়ে যায়। তবে করণদিঘি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।।
পাশাপাশি রসাখোয়া গ্রামীন হাসপাতালে থাকা ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চিকিৎসার জন্য কিশানগঞ্জ লায়েন্স ক্লাবে নিয়ে যাওয়া হয়।।
পুলিশ সুত্রে জানি যায়, ঘটনার কবলে পড়ে মৃত ব্যক্তির নাম নির্মল ওরাও(32)। এবং গুরুতর আহত ব্যক্তির নাম সুশীল টিক্কা(30)। দুজনেই গোয়ালপোখড় থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।।
মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।।