Khabar Aajkal Siliguri

করনদিঘীঃ টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ডের সামনে ভয়াবহ পথ দুঘটনায় গুরুতর আহত দুই।।

করনদিঘীঃ টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ডের সামনে ভয়াবহ পথ দুঘটনায় গুরুতর আহত দুই।।

উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত টুঙ্গিদিঘী ৩৪ নং জাতীয় সড়কের ওপর এক ভয়াবহ দুঘটনা ঘটে। টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ড থেকে কিছুটা দুরে একটি পিক আপ ভ্যান ও একটি ভুটভুটি গাড়ির সংঘর্ষ হয়। এই দুঘটনার কবলে পরে গুরুতর আহত হন ভুটভুটি চালক ও পিক আপ ভ্যান চালক। দুঘটনার কবলে পরা দুটি গাড়িই দুমরে মুচরে একাকার অবস্থা হয়ে যায়। আজ এই ভয়াবহ দুঘটনার খবর ছড়িয়ে পরতেই এলাকা জুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।।

এই দুঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে করনদিঘী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।।

পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকেই করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।।

এই দুঘটনার খবর পেয়ে করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ গাড়ি দুটিকে রাস্তা থেকে সাইড করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles