# কয়লার বস্তার আড়ালে কোটি টাকার বার্মা টিক কাঠ উদ্ধার, গ্রেফতার ১।।
পাচারের আগে দুটি ট্রাক থেকে প্রায় এককোটি টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ।
শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের দশদরগা এলাকা থেকে কাঠ ভর্তি দুটি ১৪ চাকার লরি আটক করে বেলাকবা বন দফতরের কর্মীরা।
জানাগেছে আসাম থেকে গুড় গাঁও এর উদ্দেশ্যে যাচ্ছিলো গাড়ি দুটি।এই ঘটনায় সপোত নামে একজন গাড়ী চালককে গ্রেপ্তার করা হয়।আরেকজন গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃত ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।