#এনবিএসটিসি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করতে চলেছে।।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ইলেকট্রিক বাস পরিষেবা চালু করতে চলেছে। উত্তরবঙ্গে প্রথম কোচবিহার-আলিপুরদুয়ার এবং কোচবিহার-দিনহাটা রুটে এই পরিষেবা শুরু করা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় শনিবার জানান, ই বাস পরিষেবা শুরুর আবেদন রাজ্যের পরিবহণ দপ্তরে করা হয়েছিল। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সবুজ সংকেত দিয়ে জানিয়েছেন যে শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে চারটি বাস দিয়ে পরিষেবা চালু হবে। কোচবিহারে এর জন্য একটি চার্জিং পয়েন্ট হতে চলেছে বলে পার্থপ্রতিম বাবু জানান।