এনজেপি স্টেশন সংলগ্ন পরিত্যক্ত ময়দানে অগ্নিকান্ড, ঘটনায় চাঞ্চল্য।।
এনজেপি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। মঙ্গলবার এনজেপি স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ময়দানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়ায় রেল কর্মীদের মধ্যে। তবে কি ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, ঘটনার পর রেল কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। পৌঁছায় পুলিশ প্রশাসনও। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।