#এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে।।
কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রনেতা কাঁথি শহরে তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই ওই ছাত্রনেতার বিরুদ্ধে কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, প্রলোভন দেখিয়ে মেয়েকে দিঘায় হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আনলে আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক। লাগাতার তা চলতে থাকায় মানসিকভাবে বিধ্বস্ত মেয়ে আত্মহত্যারও চেষ্টা করে। এমন অভিযোগ ওঠার পরেই ওই ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।