#এক আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ৪ ।।
এক আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। যুবতীর বাড়ি আউশগ্রাম থানা এলাকায় বলে জানা গিয়েছে। শনিবার চার অভিযুক্তকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের শনাক্তকরণের জন্য আদালতে টিআই প্যারেডের আবেদন জানান তদন্তকারী অফিসার। তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে টিআই প্যারেড করানোর জন্য নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। সোমবার সকাল ১০টায় বর্ধমান সংশোধনাগারে ধৃতদের টিআই প্যারেড হবে বলে জানা গিয়েছে।
জানা গেছে, ২৫ বছর বয়সী এক আদিবাসী যুবতী বুধবার দুপুরে শুকনো পাতা কুড়াতে যান। সেই সময় চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর যুবতীকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। অসুস্থ অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে ছিলেন ওই যুবতী। বেলা ৩টে নাগাদ গ্রামেরই তিন মহিলা তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরিবারের লোকজন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে যুবতী সেখানেই চিকিৎসাধীন। ঘটনার সময় যুবতীর পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পোশাকে রক্তের দাগ মিলেছে বলে পুলিশের দাবি। বাজেয়াপ্ত করা পোশাক ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। ঘটনার বিষয়ে যুবতীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের ধারায় মামলা রুজু করেছে থানা।