#একাধিক ট্রেনে তল্লাশি চালিয়ে, উদ্ধার মোট ৩৯ কেজি গাঁজা।।
দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করল জিআরপি শিলিগুড়ি। জানা গেছে ১৫৮৪৩ ডাউন সিকিম-মহানন্দা এক্সেপ্রেসে রুটিন তল্লাশি চালাতে গিয়ে সিটের নীচে সন্দেহজনক তিনটি ব্যাগ নজরে আসে জিআরপি এর। এরপরই ব্যাগের মালিকের খোঁজ না মেলায় সন্দেহ আরও বেড়ে যায়। এরপরই ব্যাগ খুলে তল্লাশি চালাতেই দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে প্রচুর পরিমানে গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যেই ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা গুলো। এই ঘটনায় কাওকেই গ্রেপ্তার করা যায়নি।
অন্যদিকে এদিন উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি উদ্ধার করে মোট ২৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা। এর মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হয় ২ কেজি গাঁজা, নিউ কোচবিহার স্টেশন থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মালদা স্টেশন থেকে উদ্ধার হয় ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা। এই তিনটি ঘটনাতেই পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।