#একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ২২ লক্ষ টাকা লুঠের ঘটনায় চাঞ্চল্য।।
অমৃতসরের একটি রাষ্ট্রায়ত্ত ব্ব্যাংকের ব্রাঞ্চে থেকে ২২ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। অমৃতসরের একটি ব্রাঞ্চে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, এক ব্যক্তি বন্দুক নিয়ে ব্যাংকে ঢোকে এবং ক্যাসিয়ারকে গান পয়েন্টে রেখে টাকা লুঠ করে। ব্যাংকের বাইরে তার জন্য অপেক্ষা করছিল অপর সাথী। টাকা লুঠ করার পর দু’জনই স্কুটারে করে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ