#উত্তরবঙ্গের একাধিক ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৩৪ বোতল বিলাতি মদ।।
২৬শে জানুয়ারির আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে কড়া নজরদারি আরপিএফ এবং জিআরপি এর। প্রজাতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে প্রতিটি ট্রেনে নজরদারী বাড়িয়েছে রেলপুলিশ। আর নজরদারী বাড়াতেই ট্রেন থেকে উদ্ধার নেশার সামগ্রী। সোমবার উত্তর বঙ্গের বেশ কয়েকটি ট্রেন থেকে জি আর পির তৎপরতায় উদ্ধার হয় প্রচুর সংখ্যক বিলাতি মদ।
জিআরপি সূত্রে জানা গেছে, ট্রেন থেকে উদ্ধার হয় ১৩৪ বোতল মদ। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে ২৪ বোতল বিলাতি মদ, নিউ কোচবিহার স্টেশন থেকে ৬ বোতল এবং শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার হয় ৫০ বোতল মদ। ট্রেনের কামরায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে মদের বোতল গুলি। তবে এই ঘটনায় কাওকে গ্রেপ্তার করা যায়নি। ট্রেনের ভিতরে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান জিআরপি শিলিগুড়ি।