#ইস্টার্ন বাইপাসে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হল।।
শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম। বুধবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে রাস্তা দখল করে তৈরি অবৈধ দোকানগুলি ভেঙে দিল পুরনিগম৷ ৪২ নম্বর ওয়ার্ডে বাংলা বাজারের পেছন দিকে বাইপাসে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে দোকান ভাঙা শুরু হতেই ক্ষোভ প্রকাশ করেন ব্যাবসায়ীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।