#ইসলামপুরে জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন।।
জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর এলাকায় ।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, সোমবার গাড়িটি কাঁচা চা পাতা বোঝাই করে দাসপাড়া থেকে বিধাননগর এলাকার একটি কারখানায় যাচ্ছিল। সেই সময় সোনাপুর এলাকায় জাতীয় সড়কে হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন দেখে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। তবে কি ভাবে আগুন লাগে তা জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।