#ইন্দোনেশিয়ার জাকার্তায় তেলের ডিপোয় ভয়াবহ আগুন, মৃত ১৭।।
দেশের অন্যতম বড় জ্বালানি ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ১৭ জনের। গুরুতর আহত আরও ১২ জন। শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ঘটনাস্থলে দমকলের ৫২ টি ইঞ্জিন পৌঁছায়। দমকলকর্মীরা মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আশেপাশের অঞ্চলের বেশ কিছু বাড়িও আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে তানাহ মেরাহ এলাকায় প্লামপাং জ্বালানি স্টেশনে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। এই তেলের ডিপো থেকেই ইন্দোনেশিয়ার মোট জ্বালানির চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করা হয়। আগুন লাগতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে দাহ্য পদার্থে পরিপূর্ণ থাকায় তেলের ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ হয় ও আগুন আরও ছড়িয়ে পড়ে।