#আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ঐতিহ্যবাহী বিশ্ব ডুয়ার্স উৎসব নিয়ে বিশেষ বৈঠক।।
আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ঐতিহ্যবাহী বিশ্ব ডুয়ার্স উৎসব নিয়ে বিশেষ বৈঠক করল বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি।
এদিনের বৈঠকে বিশ্ব ডুয়ার্স উৎসব নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রায় এক ঘন্টা বৈঠক চলে বলে জানা গেছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক ডঃ সৌরভ চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্যরা।