#আলিপুরদুয়ারে প্যাঙ্গোলিন সহ গ্রেফতার এক ব্যাক্তি।।
প্যাঙ্গোলিন সহ গ্রেফতার করা হল তৃণমূলের উপপ্রধানকে। শুক্রবার জেমস বোরোগাঁ নামে ওই অভিযুক্তকে এক জীবন্ত প্যাঙ্গোলিন সহ গ্রেফতার করা হয়। তিনি খোয়ারডাঙা গ্রামপঞ্চায়েত এলাকার উত্তর নারারথলীর বাসিন্দা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। এই বন্যপ্রাণীটিকে বিক্রি করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা।শুক্রবার আলিপুরদুয়ারের নিমাতি রেঞ্জ এলাকায় ক্রেতা সেজে ওই প্যাঙ্গোলিন সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করে বনদফতর।
গ্রেফতার করার পর জানা যায়, জেমস বোরোগাঁ ওই ব্যক্তি আলিপুরদুয়ারের খোয়ারডাঙা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান। ওই ব্যাক্তিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে বন দফতর। শনিবার তাঁকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এভাবে প্যাঙ্গোলিন পাচারের ঘটনায় তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় কটাক্ষ করছেন বিরোধীরা।