#আইসক্রিমের বিল নিয়ে বিবাদের ঘটনায় গ্রেফতার দুই ভুটানের নাগরিক।
আইসক্রিমের বিল নিয়ে বিবাদ।সেবক রোডে অবস্থিত এক আইস ক্রিম দোকানের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় গ্রেফতার দুই ভুটানের নাগরিক।ধৃতরা হল মহেন্দ্র চিমোরিয়া এবং কর্মা থিনলে।ভুটানের থিম্পুর বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির সেবক রোডে একটি শপিং মলে ভুটানের দুই নাগরিক আইসক্রিম খেতে একটি দোকানে যান।সেখানে আইসক্রিম খাওয়ার পর বিল নিয়ে ঝামেলা হয়।সেইসময় ধারালো অস্ত্র দিয়ে দোকানের কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ।ঘটনায় আহত হন দোকানের কর্মী।
ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুটানের দুই নাগরিককে আটক করে।জিজ্ঞাসাবাদ করার পরই তাদের গ্রেফতার করা হয়।ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।