#আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ।।
আইপিএলে এবার নতুন চমক। জানা গেছে, ১৬ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন জনপ্রিয় সংগিতশিল্পী অরিজিৎ সিং। প্রায় প্রতি বছরই আইপিএলের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে তারকাদের সমাহার থাকে। করোনার সাময়িক বিরতির পর চলতি বছরের ৩১ মার্চ আবারো অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি গানে মেজাজ ঠিক করার দায়িত্ব দেওয়া হয় বলিউড তারকা শিল্পী অরিজিতকে। জানা গেছে, অরিজিৎ ছাড়াও থাকবেন নামকরা শিল্পীরা।
মার্চ মাসের ৩১ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। অন্যান্যবারের মত এবারেও মাঠে নামবে ১০ টি দল। করোনা অতিমারীর জেরে গতবছর মূলত মুম্বই, পুণে ও আহমেদাবাদে আইপিএল হয়েছিল। করোনা কাল কাটিয়ে আবারও নিজেদের শহরে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস। জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই প্রথম ম্যাচটি। আর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স। আর এই পারফরম্যান্সের সাক্ষী থাকতে পারেন দর্শকরা।