#আইনজীবীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২ শিক্ষক।।
গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী আরমান আলীকে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় হরিরামপুর ব্লকের উপরবলদু এমএসকে স্কুলের দুই শিক্ষককে। ধৃত ব্যাক্তিরা হল জুয়েল রানা ও আফতাব আলম। ঘটনাটি ঘটে হরিরামপুর ব্লকের উপরবলদু গ্রাম থেকে এক কিলোমিটার দূরে জাঠিগ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে আইনজীবী আরমান আলী তার বাড়ির সামনে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খাবার পরে দোকানের পাশেই এমএসকে স্কুলটির মিড ডে মিলের খোঁজ নেন কেমন চলছে। তিনি খোঁজ নিতেই তার উপর চড়াও হয় ওই এমএসকে স্কুলের দুই শিক্ষক তথা দুই ভাই জুয়েল রানা ও আফতাব আলম। এরপর আইনজীবী হরিরামপুর থানায় লিখিতভাবে অভিযোগ করলে হরিরামপুর থানার পুলিশ ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করে। শনিবার গঙ্গারামপুর আদালতে ওই দুই শিক্ষককে তোলা হলে জামিন নাকচ করে দেন বিচারপতি বলে জানা গেছে।