#আইএস জঙ্গি এসটিএফের জালে, ধৃতকে আনা হচ্ছে কলকাতায়।।
মধ্যপ্রদেশ থেকে আইএস যোগ সন্দেহে গ্রেফতার করা হল একজন। ধৃতের নাম কুরেশি। এসটিএফ সূত্রের খবর, দেশে আইএস-এর অন্যতম মাথা কুরেশি। সে যুবকদের মগজধোলাই করে বিপথে চালিত করত বলে অভিযোগ।
কলকাতা পুলিশের এসটিএফ তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে। বুধবার তাকে আদালতে তোলা হবে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি হাওড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মহম্মদ সাদ্দামের গুরু এই কুরেশি। তাঁর হাত ধরেই সাদ্দাম আইএস-এ যোগ দেন বলেও তদন্তকারীদের হাতে উঠে এসেছে তথ্য। যদিও সবই তদন্তসাপেক্ষ।
গত শুক্রবার (৬ জানুয়ারি) দ্বিতীয় হুগলি সেতু থেকে মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদকে গ্রেফতার করে এসটিএফ। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন সাদ্দাম, সৈয়দরা। তাঁদের জেরা করে একের পর এক তথ্য এসটিএফের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর। তাদের জেরা করেই কুরেশির বিষয়ে তথ্য পায় এসটিএফ। কুরেশিকে হাতে পাওয়ার পর এবার লিঙ্কম্যানদের খোঁজে নামবেন তদন্তকারীরা। ঘটনাটি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।