#অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো এক কিশোরী।
অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো এক কিশোরী। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হল রাষ্ট্রপ্রতি পুরস্কার প্রাপ্ত কিশোরী উর্জাসাথী রায় চৌধুরীর। জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোরী। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামে এক রোগে আক্রান্ত ছিল ওই কিশোরী। বুধবার রাতে মৃত্যু হয় ওই কিশোরীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাড়ছে ভাইরাসের প্রকোপ নিয়ে আতঙ্ক।
চলতি মাসের শুরুর দিকে একবার হাসপাতালে চিকিৎসাধীন ছিল তার মেয়ে। পরে ৫ তারিখে বাড়ি ফিরে এসেছিল। এরপর আবার তাকে ভর্তি করতে হয় ১৫ তারিখে। সর্দি-কাশি বেড়ে গিয়েছিল অনেকটাই। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল উর্জাসাথী। আর মাসকুলার অ্যাট্রফি থাকায় শরীর লড়তে পারছিল না। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে লড়াই থামে উর্জাসাথীর। আর ফেরা হল না বাড়ি।