#অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার আসামে।।
বেআইনি অস্ত্রসহ ডাকাত ধরা পরল আসামে। জানা গিয়েছে, আসামের নওগাঁ জেলা থেকে সোমবার দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের কাছ থেকে পাওয়া যায় বেআইনি অস্ত্রশস্ত্র। জানা গেছে, ধৃত দুই ব্যক্তির নাম জাহির হাসান এবং জামালউদ্দিন। তাঁদের আসামের গুনামারি ফুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬.৩৫ এম এম পিস্তল গুলি সহ পাওয়া গিয়েছে।
নওগাঁ জেলার এসপি লিনা দোলে জানান, আসামের রুপাসিহাট এলাকায় পুলিশের তরফ থেকে দুটি অভিযান চালানো হয়।
আসাম রাজ্য পুলিশের তরফ থেকে আরেকটি দল গ্রেপ্তার করে রাজিবুল হক নামে এক ব্যক্তিকে। তাঁর বিরুদ্ধেও ডাকাতির অভিযোগ রয়েছে। রাজিবুলকে গ্রেপ্তার করতে গেলে সে পালানোর চেষ্টা করে। রাজিবুল হোক যখন বাইকে করে পালাতে যায় তখন তাকে আটকানোর জন্য পুলিশ বাইক এর চাকায় গুলি ছোড়ে কিন্তু সেগুলি গিয়ে রাজিবুলের পায়ে লাগে। রাজিবুল কে তৈরি করি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে এখন সুস্থ আছে বলে জানিয়েছেন আসামের পুলিশ সুপার। অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার আসাম পুলিশের যে অন্যতম সাফল্য সে কথা বলাইবাহুল্য।