#অনুষ্ঠানের মাধ্যমে মোট ২০৯৮ টি চুরি যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম পুলিশ। ।
রবিবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে জেলা পুলিশের শিশু ও দুঃস্থদের জন্য খাদ্য বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচির মাধ্যমে খোয়া যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোট ২০৯৮ টি মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকা।
ঝাড়গ্রাম জেলার মধ্যে যে সকল বাসিন্দাদের মোবাইল ফোন চুরি হয় বা হারিয়ে যায় তাঁদের অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের SOG সেল বিশেষ টেকনিক ব্যবহার করে জেলা থেকে শুরু রাজ্যের বা রাজ্যের বাইরে চলে যাওয়া মোবাইল গুলিকে উদ্ধার করে। এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশের উদ্যোগে শিশু ও দুঃস্থদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যন্য পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, জেলা পুলিশ ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সঙ্গে যৌথ ভাবে খাদ্য বিতরণ একটি কর্মসূচি করে এদিন। যার মাধ্যমে বিভিন্ন হোটেলের বাড়তি খাবার জেলা পুলিশের বিশেষ দল সংগ্রহ করে দুঃস্থ মানুষের হাতে তুলে দেয় এদিন।