#অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আলিপুরদুয়ারের মহকুমা শাসক।।
বুধবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন একাধিক অঙ্গনওয়াড়ি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা কী শিখছে, তা খতিয়ে দেখেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের রান্নার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন চ্যাংপাড়া, চণ্ডীরঝাড় গ্রামের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ওইসব এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সেখানকার বাসিন্দারা পাচ্ছেন কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেন তিনি।